১০ ম্যাচের বেশি খেলাদের তরুণ বলতে রাজি নন লঙ্কান অধিনায়ক

7

স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার ক্রিকেট ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে অনেক দিন ধরেই। তবুও মাঝেমধ্যেই নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে দলটি।
এবার বাংলাদেশ সফরেও অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে এসেছে লঙ্কানরা। যদিও সেটা মানছেন না অধিনায়ক দিমুথ করুণারত্নে।
শনিবার চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার মনে হয় না এটা বলা ঠিক হবে যে অনেক তরুণ আছে দলে, তারা যথেষ্ট খেলেছে- আমার মনে হয় তারা সবাই ১০ ম্যাচের বেশি খেলেছে। ’
‘সবারই একটা দায়িত্ব আছে। আমি, অ্যাঞ্জেলো (ম্যাথিউস) আর সিনিয়র ব্যাটারদের হাত তুলতে হবে এবং এই কন্ডিশনে কিছু ভালো ইনিংস খেলতে হবে। আমরা তরুণদের ওপর বেশি চাপ দিতে চাই না। অবশ্যই আপনি যদি গত বছর ধরেন, আমরা খুব ভালো করেছি, আমার মনে হয় আমরা আবার সেটা করতে পারব। ’
শ্রীলঙ্কা দলের কোচ ক্রিস সিলভারউড দায়িত্ব নিয়েছেন খুব বেশিদিন হয়নি। বাংলাদেশ সফরই তার জন্য প্রথম পরীক্ষা। যদিও কোচের সঙ্গে দ্রুতই মানিয়ে নিতে পারবেন বলে আশা করুণারত্নের। ইংল্যান্ডের সাবেক এই কোচের অধীনে ভালো কিছু করার প্রত্যাশা তার।
তিনি বলেছেন, ‘হ্যাঁ, কোচ নতুন। আমাদের উনি কীভাবে ভাবেন সেটা বোঝার জায়গায় যেতে হবে। যদিও দল অনুভব করছে উনি ভালো মানুষ, আমি যখন ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, তারাও এটাই বলেছে। আমরা আশা করছি তার সঙ্গে সুন্দরভাবে কাজ করতে পারবো। কিন্তু এখনই তার সম্পর্কে অনেক কিছু বলাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার মনে হয় উনি আমাদের ওপর কেমন প্রভাব রাখতে পারেন সেটা দেখতে সময় লাগবে। ’