স্টাফ রিপোর্টার :
নগরীর নয়াসড়কে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ফ্যাশন হাউস প্রবর্তনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর নয়াসড়কের প্রবর্তন শো রুমকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়।
সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকটি কাপড়ের মূল্য তালিকা ছিল না। এমনকি আমদানি করা বিভিন্ন প্রসাধনী সামগ্রীর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি প্রবর্তনের কর্তা ব্যক্তিরা। তাই তাদেরকে প্রাথমিক সতর্কবার্তা দিয়ে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ সিলেট বলেন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমরা প্রবর্তন দোকানকে প্রাথমিকভাবে ১৫০০ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি যাতে এ ধরনের কাজের পুণরাবৃত্তি না ঘটে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সেলিম মিয়া, কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) সদস্য তামান্না আক্তার ও ধীমান দাশ উপস্থিত ছিলেন। এপিবিএন পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করে।