বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ বোনাসের দাবিতে সোমবার (১৮ এপ্রিল) রাত ১০টায় ক্বিন ব্রিজের মুখে (উত্তর পার) জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট হয়ে জিন্দাবাজার হয়ে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা হোটেল যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, স’মিল শ্রমিক সংঘ ফেডারেশন সহ সম্পাদক মোঃ রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, দপ্তর সম্পাদক বদরুল আজাদ, স’মিল শ্রমিক সংঘ সিলেট সদর উপজেলা (চট্ট-২৮৭৪) কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া সহ প্রমুখ।
বক্তারা আরোও বলেন, ২৫ রমজানের ভিতরে সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ গণতান্ত্রিক শ্রম আইনের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিজ্ঞপ্তি