স্টাফ রিপোর্টার :
রমজান যত শেষের দিকে গড়াচ্ছে, ততই এগিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। গত দুই বছর করোনার কারণে লকডাউনের খাঁড়ায় ছিলেন সিলেটসহ সারাদেশের মানুষ। তাই ঈদের বাজার জমেছিল একেবারে শেষের দিকে। এবার জমতে শুরু করেছে ১০ রমজানের পর থেকেই। প্রায় প্রতিদিনই নগরীতে যানবাহনের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আগন্তুকের সংখ্যাও।
এ অবস্থায় নগরীর আইনশৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক সিলেট মহানগর পুলিশ। তারা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে গতকাল মঙ্গলবার নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্ট চিহ্নিত করে চেকপোস্ট বসানো হয়। পয়েন্টগুলো হচ্ছে- শাহজালাল উপশহর এলাকার মেন্দিবাগ পয়েন্ট, পূর্ব জিন্দাবাজারের বারুতখানা, শেখঘাট এলাকার জিতু মিয়ার পয়েন্ট এবং সুবিদবাজার পয়েন্ট।
মহনগর পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানিয়েছেন, প্রয়োজনে অদলবদল হতে পারে। তবে চেকপোস্টের সংখ্যা আগামীতে আরও বাড়বে।
এদিকে এসএমপির নির্ভরযোগ্য অপর একটি সূত্র জানিয়েছে, ঈদের বাজারে জনগনের নিরাপত্তা নিশ্চিতে বরাবর যেসব পদক্ষেপ নেয়া হয়, এবারও তাই করা হবে। বিশেষ করে মার্কেট বা শপিংমল, ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে চার স্থরের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।