জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের সদ্য যোগদানকারী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খানের সাথে জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গতকাল বুধবার সকালে খাদিমনগরস্থ জালালাবাদ গ্যাসের রেস্ট হাউজে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস এমপ্লীয়জ ইউনিয়ন সিবিএ’র সভাপতি ও সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবদুল আউয়াল খান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মোশারফ হোসেন, দফতর সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য আমির হোসেন প্রমুখ।
এসময় প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান বলেন, গ্রাহকসেবার মান বৃদ্ধি করতে হবে। জাতীয় সম্পদ গ্যাসকে অপচয়ের হাত থেকে রক্ষা করতে হবে। এ সম্পদের সুষ্ঠু বিপণন ও বিতরণ করা আমাদের সকলের দায়িত্ব। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি সচেতন রয়েছে। পর্যায়ক্রমে শ্রমিকদের আবাসন সমস্যাসহ অন্যান্য সমস্যা দূর করা হবে।
পরে প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি