রিপলু চৌধুরী

21

এসেছে বৈশাখ :

বছর ঘুরে নতুন সুরে
এসেছে বৈশাখ নতুন রূপে
বাঁশি ওয়ালার বাঁশির সুরে
বাংলা সেজেছ নতুন রূপে।

খোকা নাচে খোকি নাচে
বাঙালির ঢোলের তালে
হলুদ গাদা ফুলের মালা
চারদিকে বইছে বৈশাখ মেলা।

নতুন ধানের নতুন পিঠা
ঘরে ঘরে নববর্ষের বার্তা
পান্তা ভাত ইলিশ মাছ
সাথে আছে আলুর বর্তা।

আম কাঁঠাল কাঁচা লংকার ঝাল
তরমুজের ভিতর লাল
ধান বলে আমি বৈশাখের চাল
বাংলায় এসেছে বৈশাখ কাল।