জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
মিয়ানমার সরকারের একতরফা হত্যাযজ্ঞ ও বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে রবিবার বিকেলে জকিগঞ্জ বাজারের এমএ হক চত্তরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে জকিগঞ্জ ছাত্রফোরাম। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকানে সংগঠিত হচ্ছে ভয়াবহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। নিরীহ, নিরস্ত্র বেসামরিক মানুষকে প্রতিদিন পশুর মতো জবাই করে হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর মিয়ানমার সরকার ও সংখ্যাগরিষ্ঠ সন্ত্রাসী বৌদ্ধ জনগোষ্ঠীর সম্মিলিত ফ্যাসিবাদী জুলুম ও রাষ্ট্রীয় গণহত্যা অব্যাহত রয়েছে। রোহিঙ্গা মুসলিমদের নৃশংসভাবে হত্যা করে শরীর টুকরো টুকরো করে নাফ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। মা বোনেরা ধর্ষণ ও নির্মম হত্যার শিকার। নারী, শিশু ও বৃদ্ধ রোহিঙ্গারাও হত্যাযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না। রক্তের নদী বইছে আরকান রাজ্যে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কর্তব্য যথাযথভাবে পালন করছে না। বিশ্ব নেতারা নিরব থাকায় স্পষ্ট বুঝা যাচ্ছে মিয়ানমারে মুসলিমদের উপর চলমান হত্যাকান্ড শুধু ভূরাজনৈতিক সমস্যা নয়, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই হামলাগুলো মুসলিম সভ্যতা ও মূল্যবোধের বিরুদ্ধে বহুদেশীয় সাম্প্রদায়িক সঙ্ঘাতের আলামত। বক্তারা মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়ে আরও বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলমান গণহত্যা অবিলম্ভে বন্ধ করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে যে সকল রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদের ক্ষতিপূরণ দিয়ে ফিরিয়ে নিতে হবে। জকিগঞ্জ ছাত্রফোরামের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় বক্তব্যে রাখেন, জকিগঞ্জ পাঠ্য পুস্তুক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আহাদ, সুলতানপুর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুছ ছাত্তার, রাজনীতিবিদ ফয়েজ আহমদ, প্রভাষক কবি বাসিত ইবনে হাবিব, মাওলানা ফদ্বলুর রহমান, আঞ্চলিক মানবাধিকার শাখার সভাপতি জাফরুল ইসলাম, ব্যবসায়ী সাইফুল ইসলাম শিহাব, জকিগঞ্জ সদর ইউপি সদস্য আব্দুল মুকিত, ছাত্রফোরামের প্রতিষ্ঠাতা ও যুগান্তর প্রতিনিধি আল হাছিব তাপাদার, আশরাফ আল কবির, সম্মন্বয়কারী হাদিউল বাশার প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মারুফ আহমদ, ব্যবসায়ী ফখরুল ইসলাম, ছাত্রফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য নাজির আহমদ, ছাত্রনেতা জোবায়ের আহমদ, হাবিবুর রহমান, ছাত্রফোরামের সহ সভাপতি কাওসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আল সাহেদ, সম্মন্বয়কারী মঞ্জুর আহমদ, কলেজ ছাত্রফোরামের জোবের আহমদ, জাকির আহমদ, ইমন আহমদ, সুফিয়ান আহমদ, উজ্জল আহমদ, শাকিল আহমদ চৌধুরী, কাওসার আহমদ, আহমদ আল ইমন, কামরান আহমদ, আব্দুর রহিম, তানজিম শাহারিয়ার সাজু, হানিফ আহমদ, সাব্বির আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে আগামী শুক্রবার জকিগঞ্জের বাবুরবাজারে আঞ্চলিক শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।