মোঃ বুলবুল হোসেন

9

বৈশাখ এলো :

কৃষক প্রাণে হাসি ফোটাতে
এলো এবার বৈশাখ,
জাত ভেদাভেদ ভুলে গিয়ে
বাজিয়ে চলে ঢাক।

সকাল বেলায় পান্তা ইলিশ
খাওয়ার মাঝে ধুম যে
খুশির জোয়ার প্রাণে বাজে
নানান রঙের সাজ যে।

বাহারি রঙের শাড়ি জামা
আলতা রাঙা পায়ে,
কেমন করে ছোটে খোকা
হেলে দুলে গায়ে।

আমার গাঁয়ের নদীর ধারে
বৈশাখী ঐ মেলা,
যেমন খুশি তেমন সাজো
আরো লাঠি খেলা।

নানান স্বাদের খাবার খাওয়া
ছুটে চলে বেলা,
কোথায় গেলে পাবে বলো
এমন সাধের মেলা।