বিআরটিএ সিলেট অফিসের কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে, এডি সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ারকে প্রত্যাহারের দাবিতে সিলেটে আহুত আজ রবিবারের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার বিআরটিএ সিলেট বিভাগীয় উপ-পরিচালক শহীদুল্লাহ কায়সারের আহ্বানে সাড়া দিয়ে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ডোপ টেস্ট, লাইসেন্স নবায়ন সহ কয়েকটি বিষয়ে চালকদের হয়রানী বন্ধের আশ^াসের ভিত্তিতে পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে বিআরটিএ সিলেট অফিসে বৈঠক শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য আলাউদ্দিন আহমদ ও জসিম উদ্দিন প্রমুখ।
শনিবার দুপুরে বিআরটিএ’র সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক সানাউল হকের সঙ্গে বৈঠক করে শ্রমিক ফেডারেশন ও সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল। বৈঠকে সিলেট বিআরটিএতে সৃষ্ট ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং পরিবহন শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়া হয়। একই সাথে এডি সানাউল হক সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। বিআরটিএ সিলেট অফিসের সংশ্লিষ্টরা পরিবহন শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে আজ রোববার থেকে সিলেট বিআরটিএ অফিসে ডোপ টেস্ট ছাড়া লাইসেন্স ফরম জমা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অন্যথায় বিআরটিএ সিলেট বিভাগীয় উপ পরিচালককে বিষয়টি অবহিত করার জন্য পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি