গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী আমির হেসেন হত্যার ঘটনায় স্থানীয়দের সাথে নিয়ে আবারও আন্দোলনে নেমেছে নিহতের শিক্ষা প্রতিষ্ঠান মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সরকারি সফরে গোলাপগঞ্জে আসলে নিহতের বাবা আব্দুল হক বসন্তপুর গ্রামবাসীদের সাথে নিয়ে ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়ে মন্ত্রীর হাতে একটি অভিযোগের স্মারকপত্র তুলে দেন। এসময় উপজেলা ও থানা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় শিক্ষার্থীরা প্রথমে নিহতের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও পরে গোলাপগঞ্জের মীরগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর সড়ক অবরোধ করে খুনিদের ফাঁসির দাবী জানায়। সকাল ৯টায় শুরু হওয়া কর্মসূচীর মধ্যে প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় গোলাপগঞ্জ-ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শিক্ষার্থী ও স্থানীয়দের কর্মসূচীতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিক আহমদ, নাঈমুল ইসলাম, মারুফ আহমদ খাঁন, আল হাবিব, হোসেন আহমদ, মুমিন আহমদ, ফাহিম, সফিকুল ইসলাম, ছুটন, আরাফাত, সাওন, সালমান, সাহেদ, ইমরান,রায়হান,রাজু,সাকিব,রাইম,মাহিদ,রুমন ও সাঈদ আহমদ প্রমুখ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন,মাহফুজ আলম,মাহবুব হোসাইন,সুহান মিয়া,শামিম মিয়া,দারা মিয়া,জামিল হোসেন,আলমগীর,মাহফুজ আহমেদ,মনোয়ান হোসেন,ইব্রাহীম আলী,আব্দুল হক,পাবেল,রুহুল আমিন,মজির উদ্দিন,আব্দুল মাজেদ,আবিদ মিয়া,সিরাজুল ইসলাম,আব্দুল কাইয়ুম,সিপু মিয়া,জিল্লুর রহমান,আব্দুল বাছিত,ললাই মিয়া,আব্দুল কুদ্দুছ,বাহার উদ্দিন,জাকির হোসেন,শিপন আহমদ ও দিলোয়ার হোসেন প্রমুখ। বসন্তপুর গ্রামের প্রবীন মুরব্বি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তারা পলাতক প্রধান খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান। স্থানীয়রা বলেন,পলাতাক আসামীদের গ্রেফতার করা না হলে শিক্ষার্থীদের নিয়ে আমরা কঠোর আন্দোলনে নামবো। নিহতের আপন চাচাতো ভাই আলম অবরোধের সময় কেঁদে কেঁদে বলেন, নিহতের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন না করার জন্য একটি পক্ষ কাজ করে যাচ্ছেন। মামলার প্রধান আসামীদের মামা হন ঐ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির এক সদস্য। তিনি শুরু থেকেই শিক্ষার্থীরা এ নিয়ে আন্দোলন না করতে সকল অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রতিনিধি ও উপজেলা প্রশাসন সুষ্ঠু বিচার পাওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের কর্মসূচী প্রত্যাহার করে। খুন হওয়া আমির হোসেন গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউপির বসন্তপুর গ্রামের আব্দুল হকের পুত্র ও ফেঞ্চুগঞ্জ মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী। প্রায় একবছর পূর্বের ক্যারাম খেলার বিরোধের জেরেই গত ১৭ এপ্রিল ডেকে নিয়ে খুন করা হয় তাকে। এদিকে মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাদিক আহমদকে সভাপতি ও আব্দুল মুমিনকে সেক্রেটারী করে ওই খুনের সুষ্ঠু বিচারের জন্য একটি আন্দোলন কমিটি গঠন করেছে।