ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি গেইটে ছুরিকাঘাতে যুবক খুন

8

স্টাফ রিপোর্টার :
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেলের সামনের সড়কে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নাজিম আহমদ (২০)। সে সুনামগঞ্জের ধর্মপাশার নুর মিয়ার পুত্র। পেশায় সে একজন হোটেল শ্রমিক ও বর্তমানে নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
এ ঘটনায় একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে তাৎক্ষনিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়,রাত সাড়ে ৯ টার সময় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনের সড়কে কয়েকজন যুবকের তর্কাতর্কির এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থলের আশপাশ থেকে একজনকে আটক করে। তাৎক্ষনিকভাবে তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি। প্রাথমিকভাবে সে এই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে জানানও তিনি।