রওনক বিনতে মুনীব প্রীতি

4

অনুভব :

যুবক উৎসবে উল্লাসে করে উন্মাদ নৃত্য-
না পেয়ে ফিরে যায় ষোড়শী নদীর ধারে,
যেখানে জল আর আকাশ খেলা করে ঢেউয়ের তালে।

একটি আকুতি –
ফিরে এসো আমার হারানো বর্ণমালা,
তোমার ফিরে না আসা ক্ষমার অযোগ্য।

একটি অভিযোগ-
ফিরে না আসলে বাগানের গোলাপ শুকিয়ে যাবে।

একটি শর্ত-
ফিরে না আসলে বিবর্ণা হব আমি,
রুগ্ন রুপান্তরে হবে সবকিছু পাগলামি।

একটি শব্দও পৌঁছায় না যুবকের কর্ণকুহরে,
অগত্যা ষোড়শী একাকী ফিরে যায় জীর্ণ কুটিরে…।