স্টাফ রিপোর্টার :
শ্রীমঙ্গল এলাকা থেকে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত সোমবার সাতগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জামাল মিয়া (৩৮)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের মো: কনা মিয়ার পুত্র।
র্যাব জানায়, সোমবার র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী জামাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত জামাল চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকার বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে থাকে। র্যাব-৯ কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চলমান অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর মিডিয়া অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মাহাম্মদ দেলোয়ার হোসেন জানান।