সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের হাওরের সর্বশেষ অবস্থা নিয়ে জরুরী অনলাইন সভার আয়োজন করে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটি।
সোমবার বিকেলে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী মিসবাহ উদ্দিনের সঞ্চালনায় হাওরের সর্বশের পরিস্থিতি নিযে আলোচনা করা হয়।
সভায় জামালগঞ্জ উপজেলার হাওরের বর্তমান চিত্রতুলে ধরেন জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলার পরিস্থিতি তুলে ধরেন বিশ্বম্ভরপুর উপজেলা সুজনের সভাপতি শেখ আজরফ, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদা মোর্শেদ মিয়া, দিরাই উপজেলার পরিস্থিতি বর্ণনা করেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা।
বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, বিশ্বম্ভরপুর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ফুলমালা, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম আল আমিন প্রমুখ।
অনলাইন সভায় বক্তরা বাঁধ ভেঙ্গে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও শাল্লা উপজেলার খইল্লার হাওর ডুবে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, একন কুকে দোষারুপ করার সময় নেই হাওর রক্ষায় কৃষকের পাশে দাঁড়াতে হবে। এর পর হাওর ডুবির সাথে জড়িতদের বিচারের দাবি করা হবে। আসুন সবাই মিলে হাওর রক্ষা করি। যার যার অবস্থান থেকে বাঁধে অবস্থান করি।