তেলের জোরে :
তেলের জোরে চলছে গাড়ি
চলছে আপন পথে,
ছুটছে আজি দিগ্বিদিক ঐ
ধূসর ডাঙার রথে।
তেলের জোরেই ভরছে হাঁড়ি
ভরছে হরেক পদে,
বাহাদুরি দেখায় সবার
আসক্তি যার মদে।
তেলের জোরেই শীর্ণ দেহ
বেজায় তরতাজা,
দম ফুঁড়িয়ে মরোমরো
ধরছে হাতে গাঁজা।
তেলের জোরেই পিচঢালা পথ
হচ্ছে কালো শেষে,
পড়ছে চাপা লালচে ধূলোয়
নতুন আলোয় হেঁসে।
তেলের জোরেই যায় মুছে যায়
মরচে পড়া ঢঙ,
পড়ছে গলে হুড়মুড়িয়ে
পাঁচমিশালি রঙ।
তেলের জোরেই চাটুকারে
করছে বসে রাজ,
চেটেপুটে খাচ্ছে সব-ই
ভুলে লোকলাজ।
তেলের জোরেই বাজার গরম
টগবগিয়ে বেশ,
তেলে তেলে তেলেসমাতি
রসাতলে দেশ।