কানাইঘাট থেকে সংবাদদাতা :
বিনিয়োগ করি যক্ষ্মা নিমূলে জীবন বাঁচাই- সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে বিশ^ যক্ষ্মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সীমান্তিক নতুন দিনের যৌথ উদ্যোগে বিশ^ যক্ষ্মা দিবস উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়। র্যালি পরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে যক্ষ্মা দিবসের গুরুত্ব তোলে ধরে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ এরফানুল হক, ডাঃ মুস্তাফিজুর রমান, ডাঃ জাকিয়া সুলতানা, ডাঃ কামরুজ্জামান, সীমান্তিক নতুন দিনের সিলেট জেলার এএও সিরাজুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার কাজী জাকারিয়া, ওসিএম ফৌজিয়া রশিদ, সাবিনা আক্তার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন যক্ষ্মা রোগের যাবতীয় চিকিৎসা ও ঔষধপত্র উপজেলা হাসপাতাল থেকে দেওয়া হয়। তাই ভয় ও আতঙ্কিত না হয়ে যারা এ প্রাদুর্ভাব ভাবে আক্রান্ত হয়েছেন তাদেরকে চিকিৎসা নিয়ে শতভাগ সুস্থ থাকার আহ্বান জানানো হবে।