সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত

3
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

সিলেট জেলায় আজ মঙ্গলবার ভোর থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সোমবার রাতে সিলেটের জেলা প্রশাসকের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে যৌক্তিক দাবী মেনে নেয়ার আশ^াসে কর্মবিরতি কর্মসূচী স্থগিত করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সিলেটের জেলা প্রশাসক মো: মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ প্রশাসন, বিআরটিএ’এর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো: ময়নুল ইসলাম বলেন, আমরা ৪ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলাম। জেলা প্রশাসকের আশ^াসে আমরা এই কর্মসূচী স্থগিত করেছি।
তিনি বলেন, আমাদের ৪টি দাবীর মধ্যে তাৎক্ষণিকভাবে ২টি দাবী মেনে নেয়া হয়। আরো ২টি দাবী পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ^াস দেয়া হয়।
জেলা প্রশাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: মাহফুজ আফজাল, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক সানাউল হক, সিলেট জেলা মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ ও সাংগঠনিক সম্পাদক ঝুনু মিয়া, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সদস্য শাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি