রাশিয়ার আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের, কিয়েভে কার্ফু জারি

6

কাজিরবাজার ডেস্ক :
মারিওপোলে পরাজয় স্বীকার করে সেনা ও শহর কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করতে রাশিয়া যে প্রস্তাব দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। স্থানীয় সময় সোমবার ভোর ৫টার মধ্যে (বাংলাদেশ সময় সকাল ৯টা) আত্মসমর্পণ করার প্রস্তাব দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে কার্ফু জারি করেছেন শহরটির মেয়র ভিতালি ক্লিতসচকো। এক ঘোষণায় মেয়র ভিতালি ক্লিতসচকো জানিয়েছেন, রাজধানীতে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিওপোল শহরে সকাল ১০টার মধ্যে মানবিক করিডর খুলে দিতে চায়। এজন্য তারা কিয়েভের কাছ থেকে ভোর ৫টার মধ্যে লিখিত সম্মতি পেতে চায়। অর্থাৎ প্রস্তাবের লিখিত প্রতিক্রিয়া পেলে বাসিন্দাদের চলে যাওয়ার অনুমতি দিতে মানবিক করিডর খুলবে রাশিয়া। রাশিয়ার ন্যাশনাল সেন্টার ফর ডিফেন্স ম্যানেজমেন্টের প্রধান কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভের উদ্ধৃতি দিয়ে রিয়া নভোস্তি জানিয়েছে, স্থানীয় কর্মকর্তারা আত্মসমর্পণের শর্তে রাজি না হলে তাদের ‘সামরিক ট্রাইব্যুনালের’ মুখোমুখি হতে হবে। তবে রাশিয়ার এই প্রস্তাবের পর সোমবার ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, আত্মসমর্পণের কোন প্রশ্নই থাকতে পারে না। আমরা ইতোমধ্যেই রাশিয়াকে এই বিষয়ে জানিয়ে দিয়েছি।
এর আগে গত শনিবার মারিওপোলের সিটি কাউন্সিল অভিযোগ করেছিল যে, রাশিয়া অবৈধভাবে শহরের কয়েক হাজার বাসিন্দাকে জোর করে নিজ দেশে নিয়ে গেছে। প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিওপোল শহরটি দখল করা রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া গুরুত্বপূর্ণ এই শহরটি আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং দোনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত।
কিয়েভে কার্ফু জারি : ইউক্রেনের রাজধানী কিয়েভে কার্ফু জারি করেছেন শহরটির মেয়র ভিতালি ক্লিতসচকো। সোমবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সেখানে কার্ফু জারি করা হয়। এক ঘোষণায় মেয়র ভিতালি ক্লিতসচকো জানান, রাজধানীতে সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে। তিনি জানিয়েছেন, মঙ্গলবার কোন দোকানপাট, ফার্মেসি এবং পেট্রোল স্টেশন খোলা হবে না। এ্যালার্মের শব্দ বাজলে প্রত্যেককে বাড়িতে বা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। এদিকে রুশ বাহিনী মারিওপোল শহর ঘিরে ফেলায় সেখানে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। করিডর তৈরি করতে না দেয়ায় মানবিক সহায়তা সরবরাহের অনুমতি মেলেনি। ওই শহরে প্রায় তিন লাখ বাসিন্দা আটকা পড়েছে।
দীর্ঘদিন ধরে লোকজন বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে খাবার পানির সঙ্কটও তীব্র হয়ে উঠেছে। ওষুধ সরবরাহও অনেক কমে গেছে। দিন দিন সঙ্কট আরও বাড়ছে। ফলে অনাহারে দিন কাটাচ্ছে মানুষ, বিভিন্ন ধরনের রোগও দ্রুত ছড়িয়ে পড়ছে। রাস্তাঘাটে মরদেহ পড়ে আছে। ভয়ে কেউ মরদেহ সরানোর জন্যও এগিয়ে আসছে না। তবে মরদেহগুলো উদ্ধার করার সুযোগ পেলেই সবগুলো একসঙ্গে গণকবর দেয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশপাশের এলাকাও ধ্বংস হয়ে গেছে। শহরের মেয়র ভাদিম বয়চেনকো জানান, ৮০ শতাংশ ভবনই হয় ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শান্তি আলোচনায় উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই-রাশিয়া : ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনায় এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি। সোমবার এমন মন্তব্য করেছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। মস্কোর দাবি, ইউক্রেনের পক্ষ থেকে এমন সব দাবি তুলে ধরা হচ্ছে যেগুলো রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। এগুলো করে শান্তি আলোচনাকেই আটকে দিচ্ছে কিয়েভ। অন্যদিকে কিয়েভ বলছে, তারা মস্কোর সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। তবে ইউক্রেন আত্মসমর্পণ করবে না কিংবা রাশিয়ার কোন আল্টিমেটামও মেনে নেয়া হবে না। একটি কনফারেন্স কলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং তার ইউক্রেনীয় সমকক্ষ ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য বৈঠকের ভিত্তি হওয়ার মতো অগ্রগতি এখনও বৈঠক থেকে আসেনি। ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘আমাদের জন্য দুই প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠকের কথা বলতে হলে হোমওয়ার্ক করতে হবে। আলোচনা হতে হবে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন অগ্রগতি অর্জিত হয়নি।’ দিমিত্রি পেসকভের দাবি, আলোচনা থেকে একটি চুক্তিতে উপনীত হওয়ার বিষয়ে ইউক্রেনীয় আলোচকদের চেয়ে রুশ আলোচকরা বেশি আগ্রহ দেখাচ্ছেন।
ইউক্রেনের সামরিক স্থাপনায় এবার ক্রুজ মিসাইল হামলা : ইউক্রেনের রিভাইন অঞ্চলের একটি সামরিক স্থাপনায় এবার ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই দাবি করে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানান, আকাশ থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র বিদেশী ভাড়াটে সেনাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে। ইউক্রেনে গত দুই দিনে এ নিয়ে তৃতীয় বার ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। অবশ্য এর আগে দুইবার ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি রবিবার সমুদ্র-ভিত্তিক কিনজাল ক্ষেপণাস্ত্র উত্তর ইউক্রেনের ওভরুচ শহরে একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানায় ইউক্রেনের বিশেষ বাহিনী এবং ‘বিদেশী ভাড়াটে’ বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়।
এর আগে শনিবার প্রথমবারের মতো ইউক্রেনে কিনজাল হাইপারসনিক মিসাইল ছুড়ে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি ভূ-গর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছিল রাশিয়া। রাশিয়ার অপ্রতিরোধ্য অস্ত্রভা-ার উন্মোচনের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চার বছর আগে এই কিনজাল ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেন। কিনজাল পারমাণবিক বহন করতে পারে। কিনজাল ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটারের (১২৪২ মাইল) বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং যে কোন আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে।