স্পোর্টস ডেস্ক :
চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল। আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে ৩৩ সদস্যের দল ঘোষণা করেছেন দেশটির কোচ লিওনল স্কালোনি। তার ঘোষিত এই দলে চমক হিসেবে রয়েছে মাত্র ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার আলেজান্দ্রো গারেঞ্চো।
দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর এফএ কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড যুব দল। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন গারেঞ্চো। সেমিফাইনালে উলভসের বিপক্ষে ৩-০ গোলে জেতার ম্যাচে তার একটা গোল প্রশংসা কুড়ায়।
গারেঞ্চো ছাড়া ২০ বছরের নিচের আরও চার ফুটবলারকে ডেকেছেন স্ক্যালোনি। তারা হলেন- ইন্টার মিলানের ডুয়ো ফ্রাঙ্কো ও ভ্যালেন্টিন কার্বোনি, ভিয়ারিয়াল মিডফিল্ডার টিয়াগো গেরালনিক এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার নিকোলাস পাজ। তাদের সঙ্গে থাকবেন ডি মারিয়া, পারেদেস, মেসির মতো অভিজ্ঞরাও।
এদিকে দীর্ঘদিন বিশ্রামে থাকার পর অবশেষে দলে ফিরেছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক ও গুরুত্বপূর্ণ ফুটবলার লিওনেল মেসি। তবে দল থেকে ছিটকে গেছেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা। বাঁ পায়ের চোট থেকে সবে মাত্র সেরে উঠেছেন তিনি। তাই দলে তাকে রাখেননি কোচ স্কালোনি।
আর নিষেধাজ্ঞার কারণে চার ফুটবলার এবার খেলতে পারছেন না। তারা হলেন-এমিলিয়ানো মার্টিনেজ, জিও লো সেলসো, ক্রিশ্চিয়ানো রোমেরো এবং এমিলিয়ানো বুন্দেয়া।
চলতি মাসের ৫ তারিখে নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এরপর ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে খেলবে এই পর্বের শেষ ম্যাচ।
উল্লেখ্য, লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। ১৫টি ম্যাচ খেলে তাদের সংগ্রহে রয়েছে ৩৫ পয়েন্ট। তাদের সমান সংখ্যক ম্যাচ খেলা ব্রাজিল সর্বোচ্চ ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। আর ১৬ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান ইকুয়েডরের।