জগন্নাথপুরে একই মঞ্চে প্রশাসনের ৩ সভা

12

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একই মঞ্চে ৩টি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কমিটির মাসিক আইন-শৃঙ্খলা সভা, মাসিক সাধারণ সভা ও নদী খনন নিয়ে মতবিনিময় সহ পৃথক ৩টি সভা অনুষ্ঠিত হয়।
পৃথক সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা বিদায়ী প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, নব-যোগদানকারী প্রকৌশলী সোহরাব হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শায়খুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সহকারি আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল কালাম পাবেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী ইরফানুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, বর্তমান প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, মিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী এমএ কাদির, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, সাংবাদিক শংকর রায়, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শিমলা রায়, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, পৌর কাউন্সিলর কামাল হোসেন, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ প্রমুখ।