দু’বছর পর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিত কাল সিলেটে আসছেন

3

স্টাফ রিপোর্টার :
প্রায় ২ বছর পর ব্যক্তিগত সফরে সিলেটে আসছেন সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল মাল আব্দুল মুহিত। কাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেট পৌঁছাবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আব্দুল মুহিতের ছেলে ও সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিলেটে আসার ইচ্ছাপোষণ করছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কিন্তু উনার শারীরিক অবস্থা ও করোনা পরিস্থিতির কারণে তাঁকে নিয়ে সিলেটে আসা হচ্ছিল না। এখন উনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় চারদিনের সফরে সিলেট আসছেন তিনি। এবারের সফরে সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে সাক্ষাৎ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠান ও দলীয় নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।
এদিকে, সাবেক অর্থমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।