সিলেটের ধূমকেতু মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ খাদিমনগর পাম বাগানে সকাল সাড়ে আটায় হাইকিং এর মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, মিউজিক পিলো, হাড়ি ভাঙ্গা, কিমস গেইসহ বিভিন্ন ইভেন্টসে ক্যাম্পে আগত স্কাউট ও গার্ল-ইন স্কাউটরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও ধূমকেতু মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মহিউল ইসলাম মুমিত এর সভাপতিত্বে এবং ক্যাম্পের ক্যাম্প চীফ নাজমুস নাহিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমেদ জায়গীরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট মেট্রোপলিটন জেলার সম্পাদক মোঃ জিয়াউর রহমান। বিকাল ৩টায় ডে-ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। ক্যাম্পে ৪৫ জন স্কাউট এবং ১৫ জন ভলান্টিয়ারসহ মোট ৬০ জন অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি