রেজিনা আক্তার

10

মেঘকন্যা :

ঘাট নদীর তীরে আমি
বসে আছি আজ,
মেঘকন্যা উড়ে যাচ্ছে
সঙ্গে হাজার কাজ।

মেঘকন্যার শাড়ির দেখি
কালো রঙের পাড়
ঘাঘট নদীর তীরে আছে
সাদা কাশের ঝাড়।

কালো পাড়ের মেঘকন্যা
নীল রঙের শাড়ি ,
মেঘকন্যার শাড়ির ছায়ায়
ঢাকে সুরুযের বাড়ি।

মেঘকন্যা উড়ে গেলে
সুরুয আবার ওঠে,
চাপা বনের ফুলগুলো
সবার আগে ফোটে।