জ্বালানী তেল সঙ্কটের প্রতিবাদে ট্যাংকলরির নগরীজুড়ে মিছিল, তীব্র যানজট

6
সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প সিএনজি এলপিজি, ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ৬ দফা দাবিতে আন্দোলন।

স্টাফ রিপোর্টার :
জ্বালানী তেলের সঙ্কটের প্রতিবাদে নগরীতে অভিনব কর্মসূচী পালন করেছেন জ্বালানী ব্যবসায়ী ও শ্রমিকরা। গতকাল বুধবার সকাল থেকে ৩ শতাধিক ট্যাংকলরি নিয়ে নগরীজুড়ে মিছিল করেন তারা। নগরীর হুমায়ুন রশীদ চত্তর থেকে শুরু হয়ে মিছিলটি পুরো নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।
বেলা ১২টার দিকে ট্যাংক-লরির বহর নগরীর চৌহাট্টা এলাকায় আসলে নগরীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া আম্বরখানা ও সোবহানীঘাটসহ নগরীর প্রায় সবকটি পয়েন্টে লেগে থাকে যানজট। বেলা ১টার পর মিছিলটি ফের হুমায়ুন রশীদ চত্তরের দিকে ফিরে গেলে নগরীতে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন থেকে সিলেটে জ্বালানী তেলে ও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে জ্বালানী তেল ও গ্যাস না পাওয়ায় ফুসে উঠেছেন সিলেট অঞ্চলের ব্যবসায়ী ও শ্রমিকরা। ৬ দফা দাবীতে বুধবার প্রায় ৩শত ট্যাংক-লরি নিয়ে আন্দোলনে নামেন ৫টি সংগঠনের মালিক-শ্রমিকরা।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ এলপিজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প সিএনজি এলপিজি, ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’র উদ্যোগে ৬ দফা দাবীতে এই কর্মসূচী পালিত হয়।
৬ দফা দাবীর মধ্যে রয়েছে- সিলেট বিভাগ জালালাবাদ গ্যাস কর্তৃক কোন সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন না। যদি বিচ্ছিন্ন করা হয় তবে সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন বন্ধ করে দেয়া হবে। অবিলম্বে পাম্পগুলোতে গ্যাসের লোড বৃদ্ধি করতে হবে। পেট্রোল, অকটেন, ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংক-লরির ডেসপাস চালু করতে হবে।
ট্যাংক-লরির মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় সিএনজি, পেট্রোল পাম্প, এলপিজি, ট্যাংক-লরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম আহমদ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, আলী আহমদ, এনামুল হক রুবেল, খান মো: ফরিদ উদ্দিন বাবর, নুরুল ওয়াছে আলতাফী, সাজুওয়ান আহমদ, ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, সুব্রত ধর বাপ্পি, আলী আফছার মো: ফাহিম, মনিরুল ইসলাম, হাজী হোসেন আহমদ, হুরাইয়ারা ইফতার হোসেন, লোকমান আহমদ মাছুম, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, মো: আব্দুল মুমিন, জুবের আহমদ খোকন, মো: সানোয়ার আলী, আফজল আহমদ, অশোক রঞ্জন দাস, মো: ফখরুল ইসলাম, মো: ফয়জুল ইসলাম, ফরহাদ আলী ইমন, স্যার জন রাসু, মনির হোসেন, কাওছার আহমেদ, মো: রফিকুল ইসলাম, মো: আব্দুল কুদ্দুছ তালুকদার, ইকবাল মিয়া, মো: আজিজ মিয়া, রাজন মিয়া প্রমুখ।
এ ব্যাপারে সিলেট বিভাগ পেট্রোল পাম্প অ্যান্ড ওনার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট বিভাগ সিএনজি কনভারসেশন ডিস্ট্রিবিউটরস ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নগরীর সোবহানীঘাটস্থ বেঙ্গল গ্যাসোলিন পাম্পের স্বত্তাধিকারী ব্যারিষ্টার রিয়াশাদ আজিম আদনান হক বলেন, সিলেটে জ্বালানী তেল গ্যাসের সঙ্কট সমাধান সহ ৬ দফা দাবীতে আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে একাধিক বার বৈঠক করেও কোন সমাধান পাইনি। ফলে ৫টি সংগঠনের উদ্যোগে বুধবার ১ম কর্মসূচী পালিত হয়েছে। আপাতত আমাদের কোন কর্মসূচী নেই। শীঘ্রই বৈঠকে বসে আলাপ আলোচনার মাধ্যমে ফের কর্মসূচীর ডাক দেয়া হবে।