বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে হাওরে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে বিলম্ব করায় এক পিআইসি আটক। আটককৃত পিআইসির নাম পাভেল আহমেদ। তিনি তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরের ৭নং পিআইসির সভাপতি। তার বাড়ি উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে সুলেমানপুর গ্রামে। বৃহস্পতিবার বিকেলে মহালিয়া হাওর ৭নং পিআইসি এলাকা থেকে তাকে আটক করেন বোরো ফসল রক্ষা বাঁধ তদারকি ও মনিটরিং কর্মকতা তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির। আটকের পর সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়লে হাওরের বেড়ি বাঁধের বিভিন্ন প্রকল্পে অবস্থান করা অন্য পিআইসির লোকজনও পালিয়ে যায়।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত পিআইসিকে কাজ বিলম্বিত করার জন্য জরিমানা করা হবে। সেই সাথে যে সকল পিআইসি এখনো কাজ শেষ করেনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।