রোমানিয়া পাঠানোর নামে প্রতারণা ॥ আমিন রহমান ট্রাভেলস’র মালিক ৫ দিনের রিমান্ডে

0

স্টাফ রিপোর্টার :
রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানের নামে ৩০০ মানুষের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগরীর আমিন রহমান ট্র্যাভেলসের মালিক আমিনুর রহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে সিলেটের অতিরিক্তি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ।
মামলার বাদিপক্ষের আইনজীবী মো. হাসান বলেন, রিমান্ড মঞ্জুরের পাশপাশি আদালত আমিনের মালিকানাধীন আমিন রহমান ট্যাভেলস ও তার বাসা তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন। তল্লাশি চালিয়ে যেসব পাসপোর্ট ও টাকা-পয়সা পাওয়া যাবে তা জব্দের নির্দেশ দিয়েছেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার তেতলী এলাকা থেকে আমিনুর রহমানকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। সুনামগঞ্জের ছাতকের বাসিন্দা আমিন নগরীর শাহজালাল উপশহরে ভাড়া বাসায় থাকতেন।
গত রোববার আমিন রহমান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে মানবপ্রাচার আইনে মামলা করেন ফখরুল ইসলাম নামের এক ভূক্তভোগি।
আসামির রিমান্ড মঞ্জুরের পর মামলার বাদি ফখরুল ইসলাম বলেন, আমরা টাকা ও পাসপোর্ট ফেরত চাই। এগুলো পেলেই মনে করবো ন্যায় বিচার পেয়েছি।