সিলেটের এমসি কলেজের (মুরারিচাঁদ) বড়বাড়ি খ্যাত রসায়ন বিভাগের ক্ষুদে রসায়ন বিদদের নিয়ে গঠিত হল ২০২১-২২ শিক্ষাবর্ষের কেমিস্ট্রি ক্লাবের নতুন কমিটি। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রসায়ন বিভাগের হলরুমে এই কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অশোক কুমার পাল।
সভায় সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী আহবাব নাঈম কে সভাপতি এবং ৩য় বর্ষের শিক্ষার্থী সৈকত ভট্টাচার্য্য সজীবকে সাধারণ সম্পাদক করে ৫০ সদস্য বিশিষ্ট ১ বছরের জন্য ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সজল সরকার।
কমিটিতে প্রধান উপদেষ্টা রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অশোক কুমার পাল এবং রসায়ন বিভাগের অন্যান্য শিক্ষকদের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়।
(২৭ ফেব্রুয়ারি) রবিবার ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধিদের দিক নির্দেশনায় মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী আরমান হোসেন, উত্তম দাস, জুবেল আহমদ, ঝুটন চন্দ দাসকে নিয়ে ৪ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ-সভাপতি রাহুল কিশোর, মাহফুজ আল হাসান, অন্যন্যা জাফরিন, তানজিনা খান শিলা, সহ-সাধারণ সম্পাদক বিপ্রজিত কর জয়, তানভীর মাহফুজ তানিম, জাকিয়া আক্তার সিফা, হৃদিতা দেব বর্ষা, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক প্লাবন দে, তানভীর আহমদ, লুপা রায় চৌধুরী, মো: সাকের আহমদ, অর্থ সম্পাদক অচিন্ত্য নারায়ণ, সহ-অর্থ সম্পাদক বিশ্বজিত কৈরী, সহ-অর্থ সম্পাদক কেয়া সরকার, ইয়াহিয়া মুহাম্মদ, ফাহিমা আক্তার শারমিন, দপ্তর সম্পাদক দেবজ্যোতি শর্মা, সহ-দপ্তর সম্পাদক ফারিয়া ইসলাম ফাইজা, শহীদুল ইসলাম সাগর, সাগর নন্দী, প্রচার সম্পাদক মীর তালুকদার, সহ-প্রচার সম্পাদক আবুল কালাম ইমরান, সানজিদা জাহিন প্রিমা, সৌরভ দাস, সাংস্কৃতিক সম্পাদক ধ্রুব তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক তানভীর হাসান তারেক, বর্ধন দত্ত, রিশান বিশ্বাস, অ্যাপায়ন সম্পাদক অনিক চন্দ, সহ-অ্যাপায়ন সম্পাদক লুবনা আক্তার, দূর্জয় ধর, ঋতুপূর্ণা চন্দ তুষ্টি, ক্রীড়া সম্পাদক রাজেল, সহ-ক্রীড়া সম্পাদক প্রসেনজিৎ দেব, ইয়াসির আরাফাত, তোফায়েল আজম, মাহিয়া আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রমিতি দাস, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরেফিন চৌধুরী তানিফ, ফারহা মাহমুদ, ফাতেমাতুল ফারহা মুক্তা, সেমিনার বিষয়ক সম্পাদক সাদিয়া সিদ্দিক, আব্দুল্লাহ আল হাদী, সহ সেমিনার বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রনি, আল-আমিন আহমদ, উত্তম কুমার ঘোষ। বিজ্ঞপ্তি