কমলো স্বর্ণের দাম

41

কাজিরবাজার ডেস্ক :
২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণতে পাল্টা একই পরিমাণের দাম বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুন) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। তবে দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
বুধবার (২০ জনু) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমা এবং বাড়ানোর খবর জানানো হয়।
বাজুস নির্ধারিত নতুন দামের তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৮০৫ টাকা। আগে ছিল ৫০ হাজার ৯৭১ টাকা।
একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৭ হাজার ৫৩১ টাকা। যা আগে ছিল ৪৮ হাজার ৯৯৭ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ কেনা যাবে ৪২ হাজার ৪৫৭ টাকায়। যার আগে দাম ছিল ৪৩ হাজার ৬২৩ টাকা।
এ হিসেবে এই তিন ক্যাটাগরির স্বর্ণের দাম ভরিতে কমলো এক হাজার ১৬৬ টাকা। তবে ভরিতে একই পরিমাণের অর্থাৎ পাল্টা এক হাজার ১৬৬ টাকা বাড়ানো হয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণতে।
সনাতন পদ্ধতির স্বর্ণতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৫৮৫ টাকা। যা আগে ছিল ২৬ হাজার ৪১৯ টাকা।
এদিকে, স্বর্ণের দাম ওঠা-নামা করলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়।
এর আগে সর্বশেষ স্বর্ণের দাম কমেছিল চলতি বছরের ১৮ মার্চ। ওই সময় সব ক্যাটাগরির স্বর্ণের দাম কমলেও এবার সনাতন পদ্ধতির দাম ভরিতে ১১৬৬ টাকা বাড়ানো হলো।