দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবার কার্যক্রমের উপর সফলতা অর্জন করতে হবে – সন্দ্বীপ কুমার সিংহ

7

সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রবেশন এন্ড আফটার কেয়ার কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার সকাল ১০টায় বাগবাড়িস্থ আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে এবং প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ( উপ-সচিব) সন্দ্বীপ কুমার সিংহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৫৫সালে মানুষের সেবা ও কল্যাণের জন্য সমাজসেবার কার্যক্রম শুরু হয়। সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নে সমাজসেবা অধিদফতরের বিভিন্ন উন্নয়নমুখী সেবাধর্মী কার্যক্রম ও ভূমিকা অপরিসীম। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসব জনবান্ধব কার্যক্রমের উপর সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের সফলতা অর্জন করতে হবে। এজন্য প্রশিক্ষণ গ্রহণে আন্তরিকতা অপরিহার্য। সুবিধা বঞ্চিত মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। এজন্য সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের ভাল অফিসারের পাশাপাশি ভাল মানুষ হতে হবে।
শুরুতে কর্মশালার বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। বক্তব্য রাখেন- সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাহবুব-উল-আলম খাসনবীশ। বিজ্ঞপ্তি