ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত

23

জিন্দাবাজার কাজী ইলিয়াস নিবাসী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাসেল মামুন ইবনে রাজ্জাক রাসেল এর পিতা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ইঞ্জিনিয়ার, কাজী ইলিয়াস মসজিদের মোতাওয়াল্লি মরহুম আব্দুর রাজ্জাক এর রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাদ জুম্মা কোরআনে খতম, দোয়া, শিরণী বিতরণ ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও বিগত জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহবায়ক ও মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজীব, আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, বিএনপি নেতা কালিপদ সূত্রধর, সিলেট মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন বেলাল, শাহিবুর রহমান সুজান,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর স্বেচ্ছাসেবকদলের তানভীর আহমদ তাহসিন, সৈয়দ খিজির হোসেন এনু, যুবদলের কয়েস আহমদ, স্বেচ্ছাসেবকদলের আফসর খাঁন, আবৃ সালেহ মোহাম্মদ তাহের, আজিজ খান সজিব প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও সিলেট চেম্বারের পরিচালক আব্দুর রহমান জামিল সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ সহ ২নং ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমের পুত্র মাসুম ইবনে রাজ্জাক রুমেল ও রাসেল মামুন ইবনে রাজ্জাক আগত মেহমান সহ সবার কাছে তাঁদের মরহুম পিতার রুহের মাগফেরাতের জন্য দোয়া চান ও সবাইকে ধন্যবাদ।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি সিলেট সিটি করপোরেশনের রিটায়ার্ড ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক ঢাকায় ইন্তেকাল করেন। ২৪ জানুয়ারি বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগা মসজিদে জানাযা ও দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি