মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট লোকগবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, মাতৃভাষা বাংলাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে হবে। সর্বক্ষেত্রে শুদ্ধ বাংলা ভাষার চর্চা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভিন্ন ভাষার প্রতিও সম্মান দেখাতে হবে। আমরা যখন বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করতে পারবো, তখন নিজ ভাষাকে সমৃদ্ধ করার সুযোগ থাকবে। আমাদের সাহিত্য-সংস্কৃতিও বেশি সমৃদ্ধ হবে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল, সিলেট আয়োজিত শিক্ষার্থীদের রচনা, চিত্রাঙ্কন ও ভাষার গান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল, সিলেট ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন স্কুলের শিক্ষক মো. শাহ আলম। শিক্ষক বিদ্যুৎ কুমার তালুকদারের সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। বিজ্ঞপ্তি