গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে শক্তিশালী তৃণমূল বিএনপির বিকল্প নেই —–কলিম উদ্দিন মিলন

4

বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, দেশ আজ গভীর সংকটে। দেশে আইনের শাসন বলে কিছু নেই। মানুষের ভোটাধিকার নেই। সর্বত্র দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চলছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির সুযোগ্য সহধর্মিনী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে সরকার বাধা দিচ্ছে। নিজস্ব দলীয় লোক দিয়ে কথিত সার্চ কমিটি গঠনের মাধ্যমে দলদাস নির্বাচন কমিশন গঠন করে দেশে ফের পাতানো নির্বাচনের পায়তারা চলছে। কিন্তু দেশে আর কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবেনা। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে শহীদ জিয়ার আদর্শে অনপ্রাণিত জাতীয়তাবাদী শক্তি যে কোন মূল্য পাতানো নির্বাচন প্রতিহত করবে। এলক্ষ্যে কাউন্সিলের মাধ্যমে শক্তিশালী তৃণমূল বিএনপি গঠনের কাজ চলছে।
তিনি সোমবার রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুলের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি পদে হাজী শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক পদে কুহিনুর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বজলুর রহমান ফয়েজ ও সাংগঠনিক সম্পাদক পদে সুহেল ইবনে রাজা এবং সর্বসম্মতিক্রমে আব্দুল লতিফ খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন।
বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু ও কামরুল হাসান শাহীন।
কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, সাবেক সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম, রায়হান আহমদ ও সাবেক ছাত্রদল নেতা শিপু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি