মরণের স্বাদ :
এখন তুমি যুবক আছো
মরতে তোমার হবে
একটু তুমি ভেবে দেখো
বাঁচবে কদিন ভবে?
তোমার সাথে ওই কবরে
যাবেনা আর কেহ
পোকামাকড় খেয়ে ফেলবে
তোমার শখের দেহ।
টাকা পয়সা পরে রবে
কি আর হবে এতে
সঠিক পথে থাকতে হবে
রবের দয়া পেতে।
মরণ থেকে রেহাইতো নেই
প্রাণটা যাবে উড়ে
বন্ধু যত দেখো তুমি
সবই যাবে দূরে।
ভয়ানক ওই আজাব সেদিন
অপেক্ষাতে আছে
এত স্বজন সেদিন তোমার
থাকবেনা কেউ কাছে।