জগন্নাথপুরে সংঘর্ষে গলাকাটা সহ গুরুতর আহত ২, আটক ১

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় গলাকাটা সহ ২ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গাংপাড় গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে জগন্নাথপুর গ্রামের আইয়ূব আলীর ছেলে রুহেল মিয়া (৩০) ও কদরিছ মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৫) গুরুতর আহত হন। এর মধ্যে রুহেল মিয়ার গলাকাটা ও মোহাম্মদ আলীর মাথায় আঘাত বলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মোহাম্মদ আলী রুবেল জানান। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় মৃত জহুর উদ্দিনের ছেলে হামলাকারী রাজ উদ্দিনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় উত্তেজিত জনতা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম। স্থানীয় পৌর কাউন্সিলর ও জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক জানান, রাজ উদ্দিনের পরিবারের বাড়ি আলীপুর গ্রামে। তারা জগন্নাথপুর গাংপাড় গ্রামে এসে বসবাস করছে। তবে গ্রামের হোসনা বেগম নামের এক মহিলার টিনের ছালে রাতের আঁধারে ইটপাটকেল মারার ঘটনা নিয়ে প্রায়ই রাজ উদ্দিন ও হোসনা বেগমের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এরই জের ধরে ২১ নভেম্বর রবিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রাজ উদ্দিন ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে রুহেল মিয়া ও মোহাম্মদ আলীকে আহত করার ঘটনায় উত্তেজিত জনতা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।