উপমহাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন, প্রখ্যাত শাইখুল হাদীস, বাংলাদেশের গৌরব হযরত আল্লামা হবিবুর রহমান আর নেই। ৭ ফেব্রুয়ারি, সোমবার বাদ মাগরিব তিনি জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তাঁর জানাযা ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার, বিকাল ৩টায় নিজ বাড়ির উত্তর পাশের মাঠে অনুষ্ঠিত হবে।
শাইখুল হাদীস হযরত আল্লামা হবিবুর রহমান উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর শীর্ষস্থানীয় খলীফা ছিলেন। ইলমে হাদীসে তিনি আপন মুরশিদ ছাড়াও আরববিশ্বের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা সায়্যিদ মুহাম্মদ বিন আলাভী মালিকী (র.) ও মাদরাসা-ই আলিয়া ঢাকা’র হেড মাওলানা ও বাইতুল মুকাররমের প্রথম খতীব আল্লামা মুফতী আমীমুল ইহসান (র.) এর শাগরিদ ছিলেন। এছাড়া প্রখ্যাত আরো অনেক মুহাদ্দিসের নিকট থেকে তিনি ইলমে হাদীসের সনদ লাভ করেন। কর্মজীবনে তিনি ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা ও সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসায় ইলমে হাদীসের খিদমাত আঞ্জাম দিয়েছেন। মধ্যখানে কয়েক বছর আরব আমিরাতে বিচারক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইন্তেকালের সময় চার পুত্র, তিন কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি