কানাইঘাটের বীরদলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

3

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ বর্নালী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ৫ম নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বীরদল পুরানফৌদ পূর্ব মাঠে গত রবিবার রাত ৮টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কমিউনিটি নেতা সারওয়ার কবির। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী লেচুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুবনেতা জুনেদ হাসান জিবানের পরিচালনায় উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ইউনিক এফসি ইউনাইটেট ঝিঙ্গাবাড়ী ২-১ গোলে সাতবাঁক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠাপোষক কুয়েত প্রবাসী আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আব্দুল্লাহ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোমিন রশিদ, সাংবাদিক শাহিন আহমদ, অহিদুল ইসলাম, নবনির্বাচিত ইউপি সদস্য মাসুক আহমদ, কানাইঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এম আফতাব উদ্দিন সহ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য প্রবাসী সারওয়ার কবির বলেন, বর্তমান সরকারের আমলে গ্রাম পর্যায়ে খেলাধূলার ব্যাপক প্রসার ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুটবল ও ক্রিকেট সহ সব ধরনের খেলাধূলায় গ্রাম পর্যায় থেকে প্রতিভাবানদের খুঁজে বের করার জন্য সরকারি ভাবে ক্রীড়াঙ্গনের উন্নয়নে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। বীরদল বর্নালী সমাজ কল্যাণ সংঘের নানামুখী কার্যক্রমের প্রশংসা করে ঐ এলাকার খেলাধূলা সহ আর্থ সামাজিক উন্নয়নে সংগঠনের নেতৃবৃন্দকে আরো অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।