স্টাফ রিপোর্টার :
সিলেট-মৌলভীবাজার সড়কের হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ পর্যন্ত সড়কটি ৪ লেনে উন্নীতের প্রস্তাব দিয়েছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এ ব্যাপারে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে প্রস্তাব দেয়া হয়েছিল। সেটি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। এদিকে এই সংস্কারে সম্প্রতি ১৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে। খুব তাড়াতাড়ি এই সংস্কার প্রকল্প বাস্তবায়ন শুরু হবে।
‘সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলতীবাজার জেলার সাথে সংযুক্ত হয়েছে। এই সড়কের পাশে ফেঞ্চুগঞ্জে দেশের অন্যতম একটি অত্যাধুনিক সার কারখানা নির্মাণ করা হয়েছে। এছাড়াও এখানে ৪টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। তাছাড়া মৌলভীবাজার জেলা ও রাজনগর, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ উপজেলার জনসাধারণের সিলেটে সহজে যাতায়াতের অন্যতম সড়ক পথ এটি। গড়ে ৭.৩০ মিটার প্রশস্ত সড়কটির ট্রাফিক ভলিউম ও নিরাপদ যানবাহন চলাচলের বিবেচনায় ৪ লেনে উন্নীত করা প্রয়োজনীয়তা রয়েছে। সেটি যথাসময়ে হবে। তবে সড়কটি আশু সংস্কার প্রয়োজনীয়তা রয়েছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থা সার্বিক তথ্য সংগ্রহ ও যাচাই শেষে তাদের চাহিদা জানান। পরে ১৯ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়। খুব তাড়াতাড়ি এ কাজ শুরু হবে বলেও এমপি হাবিবুর রহমান হাবিব ও সড়ক যোগাযোগ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।