আব্দুল কাইয়ূম
অশ্র“ সিক্ত নয়ন আমার
ঝরছে অঝরে বৃষ্টিরে
হৃদয় সিক্ত কষাঘাতে
আপন জনের তরে।
যাদের তরে দিয়েছি সর্বস্ব
তারাই আজ দিল কষ্ট
যাদের তরে হয়েছি বিভোর
তারা আজ বলে দূর দূর।
আমি নিঃস্ব একাকার
বুঝিনি হতে বসেছি অঙ্গার
তবুও দেই না তাদের ধিক্কার
বলি সুখে থাক তোরা অনন্তকাল।