ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় মামার বাজার সংলগ্ন এলাকার একটি মাঠে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদুল আলম মাসুদ রানার সভাপতিত্বে, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ ও ছাত্রদল নেতা ইউসুফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম।
পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আমজাদ বক্স কে সভাপতি, মাসুদুল আলম মাসুদ রানাকে সাধারন সম্পাদক, আলীম উদ্দিনকে সিনিয়র সহ সভাপতি, আলমগীর হোসেনকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয় এবং কাউন্সিলের ভোটের মাধ্যমে বিলাল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহআলম স্বপন, আব্দুল মতিন, শাহ্পরান, জসিম উদ্দিন, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, হাজী খালিক আহমদ, জয়নাল আবেদীন, ওসমান গনি মেম্বার, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খান, শফিক খান, দেলোয়ার হোসেন, সাজু আহমেদ, যুবদল নেতা আবু বকর, শামীম আহমদ, আলিম উদ্দিন দুর্জয় ও জেলা ছাত্রদলের সদস্য শুভ খান প্রমুখ। এছাড়া কাউন্সিলে বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ বলেন, দেশ জাতির ক্রান্তিলগ্নে শহীদ জিয়ার সৈনিকদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা তৈরী করতে হবে। ফ্যাসিস্ট বাকশালী সরকারকে হঠাতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। অন্যথায় আমাদের মায়ের মতো নেত্রীর উন্নত চিকিৎসা সম্ভব হবেনা। আওয়ামীলীগের সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি একমাত্র তৃণমূলের ভালবাসায় আজো সাহসী ভুমিকা রাখতে সক্ষম হচ্ছে। সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার শপথ নিতে হবে। বিজ্ঞপ্তি