সত্য, সুন্দর ও আর্তমানবতার কল্যাণ সাধনই রোটারিয়ানদের মূল লক্ষ্য – আবু ফয়েজ খান চৌধুরী

13
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের ব্যবস্থাপনায় সিলেট এরিয়ার ১৬টি ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ভোকেশনাল এক্সেলেন্সি এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী।

রোটারি ডিস্ট্রিক্ট (৩২৮২) গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেছেন, সত্য, সুন্দর ও আর্তমানবতার কল্যাণ সাধনই রোটারিয়ানদের মূল লক্ষ্য। বিশ্বের পোলিও নির্মূলে রোটারিয়ানরা কাজ করে যেভাবে নিজেদের সফল করে তুলেছেন, ঠিক তেমনি সত্য ও সুন্দরের পক্ষে কাজ করে রোটারিয়ানরা নিজেদের কৃতিত্ব বিশ্বব্যাপী ফুটিয়ে তুলেছেন। মেধার মূল্যায়ন ও কর্মের স্বীকৃতি প্রদানেও রোটারিয়ানদের অবদান রয়েছে। তাই নিজ নিজ অবস্থান থেকে বিশ্ব মানবতার কল্যাণে কাজ করার জন্য তিনি সকল রোটারিয়ানদের প্রতি আহবান জানান।
তিনি ২৪ জানুয়ারি সোমবার সন্ধায় সিলেট নগরীর একটি হোটেলে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর ব্যবস্থাপনায় সিলেট এরিয়ার ১৬টি ক্লাবের যৌথ উদ্যোগে ভোকেশনাল এক্সেলেন্সি এওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইভেন্ট চেয়ার আইপিপি প্রভাষক রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে প্রোগ্রামের শুরুতেই কল টু অর্ডার মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুর রহমান।
রোটারি ক্লাব অব সিলেট সেনারজির প্রেসিডেন্ট আব্দুর রহমানের কোর’আন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারি ক্লাব অব গ্রীনসিটির ভাইস প্রেসিডেন্ট আলমগীর হোসাইন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি ও ডিস্ট্রিক্ট ট্রেইনার প্রিন্সিপাল কর্নেল অব: এম আতাউর রহমান পীর, পিডিএফএল রোটা ফিরোজা রহমান, পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ এমডি।
বক্তব্য রাখেন চিটাগাং আগ্রাবাদ ক্লাবের পিপি ও পিডিএস কেরামুতুল আজিম পিন্টু, পিডিএস এ এইচ এম ফয়সল আহমদ, পাস্ট ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি গার্ডেন সিটির পিপি সেলিম খান, ফাস্ট জোনাল কো অর্ডিনেটর জাকির হোসাইন চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর কবিরুল ইসলাম, আবু সুফিয়ান, ডায়নামিক ক্লাবের জিএস আর ডেপুটি গভর্নর ব্যাংকার নাজিম উদ্দিন শাহান, গ্রীনসিটির প্রেসিডেন্ট শাহজাহান সেলিম বুলবুল, রাইজিং স্টারের ইউনুস আলী, ই ক্লাব অব ৩২৮২ এর প্রেসিডেন্ট এডভোকেট আজিম উদ্দিন, হিলটাউন ক্লাবের প্রেসিডেন্ট দিদার হোসাইন, ছাতক ক্লাবের রাসেল আহমদ, ডাউন টাউনের আবুল আজাদ, রোজ গার্ডেন এর নাজমুল ইসলাম, ডেফোডিল এর ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে মোট ১২ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে ভোকেশনাল এক্সেলেন্সি এওয়ার্ড প্রদান করা হয়। প্রাথমিক শিক্ষায় জয়া রানী পাল, মাধ্যমিক শিক্ষায় বাবু নিশিকান্ত দাস, আব্দুজ জাহির, চিকিৎসায় বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ পিপি ডাঃ জাকারিয়া হোসাইন এম ডি, কোভিড ১৯ তে রোটা ডা: রিপন চক্রবর্তী, আইন পেশায় সিলেট জেলা বারের নব নির্বাচিত প্রেসিডেন্ট এডভোকেট মুহাম্মদ সামসুল হক, সমাজসেবায় সিলেট সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ কাউন্সিলর পিপি তৌফিক বক্স লিপন, সাংবাদিকতায় দৈনিক জালালাবাদের সহ সম্পাদক নিজাম উদ্দিন সালেহ, ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর, ক্ষুদ্র ব্যবসায় জুয়েল আহমদ, কৃষিতে মুহাম্মদ শফিকুল ইসলাম।
এওয়ার্ড পদক গ্রহণের পর সবাই অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। প্রোগ্রাম শেষে ভোট অব থ্যাংকস জ্ঞাপন করেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর ফার্স্ট লেডি রোটারিয়ান তাহমিনা আক্তার। বিজ্ঞপ্তি