সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশ জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্রমনা দেশপ্রেমিক জনতা বিএনপির দিকে চেয়ে আছে। শহীদ জিয়া প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরাই অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার করবে। তাই তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে জেলা বিএনপির কাউন্সিল আয়োজন করতে বিভিন্ন ইউনিটের কাউন্সিল শেষ হতে চলেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিএনপির কাউন্সিল সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে বিএনপি শতভাগ গণতান্ত্রিক দল।
তিনি মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ নুর মোহাম্মদ খানের সভাপতিত্বে বিএনপি নেতা সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনী। কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সাইদুর রহমানকে সভাপতি, ডাঃ নুর মোহাম্মদকে সাধারণ সম্পাদক, সিরাজ উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, আবুল কালাম আজাদকে যুগ্ম সম্পাদক এবং ভোটের মাধ্যমে হোসেন আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহআলম স্বপন, আব্দুল মতিন, শাহপরান, জসিম উদ্দিন, খলিক আহমেদ, জয়নাল আবেদীন, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ওসমান গনি মেম্বার, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খান, জিএম শফিক, মাহবুব সাজু, হেলোয়ার হোসেন, বিএনপি নেতা আবু বক্কর, শমীম আহমেদ প্রমূখ। এছাড়া কাউন্সিলে মধ্য জাফলং ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, ছাত্রদল ও যুবদল সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি