সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ॥ লাকড়ীপাড়ায় শিশু অপহরণের চেষ্টা পুলিশ ও প্রতিবেশির অসহযোগিতা

7

স্টাফ রিপোর্টার :
শিবগঞ্জের লাকড়ীপাড়া এলাকায় দেড় বছরের শিশু অপহরণের চেষ্টা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। পাশের বাড়িতে সিসিটিভি থাকলেও মালিক সেটি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। শিশুটির মা তান্নী চৌধুরী শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ সব অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি ও আমার পরিবরের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভোগছি। গত ২৬ ডিসেম্বর, রবিবার আমার ১৮ মাস বয়সী মেয়ে ইসাবেলা হোসেন ইসরাকে অপহরণ চেষ্টা করে এক যুবক। বাসার সিসি টিভি ফুটেজে বিষয়টি ধরা পড়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও পুলিশ বিষয়টি পাত্তা দেয়নি।’
যুবকের পরিচয় নিশ্চিত হতে না পারায় গত ৩১ ডিসেম্বর শাহপরাণ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান শিশুটির মা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত পুলিশ তদন্তে আসেনি। এ ছাড়া বাড়ির আশেপাশে অপরিচিত ব্যক্তিদের ঘুরাঘুরি এবং সামনের বাড়ির মালিক সিসিটিভি ফুটেজ দিতে অনীহা প্রকাশ করায় আমরা নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠা অনুভব করছি।’
সবমিলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কাবোধ করছেন তান্নী চৌধুরী ও তার স্বামী আফজল হোসেন। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।