সিলেটের গণমাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া সিফডিয়া সিলেটে বেদে সম্প্রদায়ের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এজন্যে সিলেট-তামাবিল সড়কের পরগনাবাজার এলাকার দুটো বস্তিতে বসবাসরত বেদে পরিবারের সদস্যরা ঈদের দিন যাতে কোরমা-পোলাও খেতে পারে এবং পরিবারের শিশু সদস্যরা যাতে নতুন কাপড় পরতে পারে সে ব্যবস্থা নিয়েছে। এর আওতায় পরগনা বাজারের দুটো স্থানে বসবাসকারী প্রায় অর্ধশত শিশুকে নতুন জামাকাপড় এবং কোরমাপোলাও রান্না করার পোলাওর চাউল, মুরগী, পিয়াজ তৈল গরম মসলাসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সিফডিয়ার আহবানে সাড়া দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান লোদী কয়েস লোদী প্রায় অর্ধশত শিশুকে ব্যক্তিগত তহবিল থেকে ঈদপোশাক প্রদান করেন। এছাড়া সিফডিয়ার আহবানে সাড়া দিয়ে যুক্তরাজ্য প্রবাসী রওশন আরা কবির, ফাতিমা বেগম ও তাহেরা চৌধুরী প্রায় অর্ধলক্ষ টাকা প্রদান করে পোলাওর চাউল, মোরগ, তৈল, পিঁয়াজ, গরম মসল্লা, আলু, নগদ টাকার ব্যবস্থা করেন।
গত মঙ্গলবার দুপুরে পরগনা বাজারের দুটো বেদে বস্তিতে উপস্থিত হয়ে কাউসিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী ঈদ পোশাক বিতরণ করেন। সিফডিয়ার উপদেষ্টা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সিলেট বিভাগীয় সভাপতি আবদুল বাতিন ফয়সল খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশীদ, নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, সংবাদকর্মী আব্দুল আজিজ জাফরান, যুক্তরাজ্য প্রবাসী ইকবাল কবির প্রমুখ। বিজ্ঞপ্তি