বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। কিন্তু সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণে বাধা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রের মায়ের কোন ক্ষতি হলে এই সরকারকে কঠোর মূল্য দিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বিএনপি আয়োজিত টুকেরবাজারে বিএনপির সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকেলে নগরীর একটি হোটেলের হলরুমে সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালামের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আজকের সমাবেশকে সফলের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ও প্রস্তুতি গ্রহণ করা হয়।
উল্লেখ্য- বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার শহরতলির টুকেরবাজারে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও সমাবেশে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি