প্রতারণা :
মাঝে মাঝে নিজেকে খুব শক্ত মনে হয় ;
আবার পরক্ষণেই একেবারেই দূর্বল হয়ে যাই,
নিজেকে নিজেরই যে চিনতে কষ্ট হয়।
মাঝে মাঝে স্বপ্নও দেখি আকাশ ছোঁয়া ;
পরেক্ষনেই নিজেকে আবিস্কার করি মাটিতে।
আমি যখন নিজেই নিজের মুখোমুখি হই
তখন নিজের দুঃখ কষ্টগুলোকেই দেখতে পাই,
তখন নীরবে দু’ফোটা চোখের জল ফেলি
তারপর নিজেই আবার নিজেকে সান্ত্বনা দেই ।
আর যদি কারো সাথে বন্ধন অনুভব করি;
তা হলো বন্ধ দম ; তখন আমি শ্বাস নিতে পারি না।
নীরবতার মাঝেও চিৎকার করতে থাকি ;
আসলে আমি নিজেই নিজেকে চিনি না বুঝিনা,
প্রতিনিয়ত নিজের সাথেই প্রতারণা করি।