ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোয়নের বোর্ডের সভায় প্রার্থীদের নাম ঘোষণা করায় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা উচ্ছ্বাসিত হয়েছেন। প্রার্থীদের পক্ষে তারা মিষ্টি বিতরণ করে উল্লাস করতে দেখা গেছে। নৌকা প্রতীক পেলেন যারা: উমরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য পীর মজনু মিয়া, সাদিপুর ইউনিয়নে যুক্তরাজ্য সাক্সেস যুবলীগের সভাপতি সায়েদ আহমদ মোছা, বুরঙ্গা ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আখলাকুর রহমান, দয়ামীর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া, তাজপুর ইউনিয়নে লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, উসমানপুর ইউনিয়নে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্যা বদরুল, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান। এর আগে গত ২১ ডিসেম্ভর দলীয় প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃণমূলের ভোটের তালিকা কেন্দ্রে প্রেরণ করা হলে সাদীপুর ও উমরপুর ইউনিয়নের প্রার্থী পরিবর্তন করে তালিকা প্রকাশ করে দলটির নির্বাচনী মনোনয়ন বোর্ড।
প্রসঙ্গত ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ৩ জানুয়ারি। বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েশ দুলাল বলেন, উপজেলার ৮ ইউপিতে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।