১২২ বোতল ফেনসিডিলসহ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

স্টাফ রিপোর্টার :
চুনারুঘাট থেকে ১২২ বোতল ফেনসিডিলসহ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত শুক্রবার ৩১ ডিসেম্বর সকালে দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, কিশোরগঞ্জ জেলার কুয়িারচর থানার মনোহরপুর গ্রামের মৃত হবিবউল্লাহ’র কন্যা লাকি আক্তর চাঁদনী (৩০), এইক জেলার ভৈরব থানার কমলপুর গাছতলাঘাটের ফারুক মিয়ার স্ত্রী বকুলা বেগম (৫০) ও হবিগঞ্জের চুরারুঘাট থানার সুন্দরপুর গ্রামের মৃত কাশেম আলীর পুত্র মো: রানু মিয়া (৪১)।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প), মৌলাভীবাজার এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আভিযান পরিচালনা করে। গত ৩১ডিসেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারুঘাট পৌরসভার ০৬ নং ওয়ার্ডের অন্তর্গত চুনারুঘাট বাজারস্থ দক্ষিণ বাসস্ট্যান্ড এর ‘‘মায়ের দোয়া হোটেল” এর সামনে চুনারুঘাট-সাতছড়ি গামী পাকা রাস্তার উপর থেকে ১২২ বোতল ফেনসিডিলসহ উপরোক্ত ২ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তিগণ অবৈধভাবে মাদক দ্রব্য (ফেনসিডিল) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যোগসাজস পূর্বক নিজেদের হেফাজতে রাখার অপরাধের কথা স্বীকার করে।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গণদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৪(গ)/৩৮/৪১ ধারা মূলে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।