এই শিশুটি

7

মেহেরুন ইসলাম :

এই যে শিশু পথের ধারে
কাঁপছে দেখো শীতে,
তোমরা কেন আসো না কেউ
শীতের কাপড় দিতে?

তোমরা আছো অনেক সুখে
উষ্ণ লেপের তলে,
এই শিশুটি কেঁদে মরে
ভাসে চোখের জলে।

তোমার ছেলে, তোমার মেয়ে
উম চাদরে ঢাকা,
এই শিশুটি আলগা গায়ে
সারা শরীর ফাঁকা।

এই শিশুটি এতিম বলে
পথের ধারে থাকে,
তোমরা কেন নীচু বলে
হেয় করো তাকে?

একটু আদর, ভালোবাসা
দিতে যদি ওরে,
সুখে সুখে এই পৃথিবীটা
যেত তবে ভরে।