জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পতনের জন্য কাফনের কাপড় পরে আন্দোলনের জন্য মহিলা দলের নেতাকর্মীদের মাঠে নামতে হবে। আজ আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য এসেছেন, যদি খালেদা জিয়া এখানে থাকতেন তাহলে তিনি খুব খুশি হতেন। আপনাদের সিলেট থেকে সরকার পতনের আন্দোলন শুরু করবো। আন্দোলন, সংগ্রামে উপস্থিতি ও যোগ্য ব্যক্তিদের দিয়ে সিলেটে মহিলাদলের কমিটি গঠন করা হবে। গুম, খুন নির্যাতনের কথা তুলে ধরে তিনি মহিলাদলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আফরোজা আব্বাস সিলেটের কৃতি সন্তান মরহুম এম সাইফুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর কথা স্মরণ করেন এবং গুম হওয়া এম ইলিয়াস আলীসহ সবাইকে ফেরত দেবার দাবি জানান।সিলেট মহানগর মহিলাদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
কেন্দ্রীয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম শাহনাজ এর সভাপতিত্বে জাহানারা ইয়াসমিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলাদলের সহ-সভাপতি ও সাবেক এমপি শাম্মি আক্তার, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি নাসিম হোসাইন, সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, মহিলাদলের সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মেয়রপত্নী শামা হক চৌধুরী, নিগার সুলতানা ডেইজি, মিনারা বেগম, ফাতেমা জামান রোজী, রিনা আক্তার রেহেনা ফারুক শিরীন, সাফিয়া খাতুন মনি, রেহেনা খানম মুক্তা, হাফসা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন সুফিয়া জমির ডেইজি। বিজ্ঞপ্তি