স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে একটি পুরাতন প্রাইভেট কারসহ চন্ডিপুল পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: আজাদ মিয়া (২৫) ওসমানীনগর থানার গোয়ালাবাজার করনসি গ্রামের হুশিয়ার আলীর পুত্র।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সোয়া ৫ টার দিকে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সাহেবের দিক-নিদের্শনায় এসআই লিটন চন্দ্র দত্ত সঙ্গীয় এএসআই শেখ সাদী, কং/১০৬৭ সজল সহ দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল পয়েন্টের দক্ষিনে বনফুল এর বিপরীত রাস্তার উপর অবস্থান নিয়ে পুরাতন প্রাইভেট কার, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১১-৫৫৯১ কে সিগন্যাল দিলে, গাড়ী থেকে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী গাড়ী থামিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মো: আজাদ মিয়াকে গ্রেফতার করে। পুলিশ এ সময় পিকআপ গাড়ী হতে নামিয়ে তার নাম ঠিকানাসহ গাড়ীতে কি মালামাল আছে তা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে সন্তোষজনক জবাব দিতে না পারায় সন্দেহ হলে উক্ত গাড়ী তল্লাশিকালে ২১০টি হলুদ রংয়ের কাগজের প্যাকেটে মোট ৫০০টি করে মোট ১ লাখ ৫ হাজার ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়িসহ উদ্ধার ও জব্দ করে। আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৮, তারিখ-২৪/১২/২০২১খ্রিঃ ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়।